নির্বাচনের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করবে বিএনপি বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২০শে এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় তিনি এ আশা প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, 'বিভাজন সৃষ্টিকারীরা দেশের মঙ্গল চায় না।' দেশে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলো ধৈর্য্যের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে।’
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজের মতো ত্যাগী ছাত্রনেতাকে যারা হত্যা করেছে, তারা দেশের পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত ছিল না। এ সময় প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।
ডিবিসি/রাসেল