বাংলাদেশ, জাতীয়

‘প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানোর কথা ভাবছে মন্ত্রণালয়’

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৭ই সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫১:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় বাৎসরিক ছুটি কমানোর কথা ভাবছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রবিবার (৭ই সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এই তথ্য জানান।

উপদেষ্টা জানান, বছরের ৩৬৫ দিনের মধ্যে মাত্র ১৮০ দিন প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান হয়। এর বাইরে বিভিন্ন শিক্ষা-বহির্ভূত কাজে শিক্ষকরা নিযুক্ত থাকায় পুরো শিক্ষা ব্যবস্থার ওপর তার নেতিবাচক প্রভাব পড়ছে। একটি প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করেন, সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে; বরং শিক্ষা পঞ্জিকায় থাকা অন্যান্য ছুটিগুলো থেকে কমানোর পরিকল্পনা করা হচ্ছে।

 

উপদেষ্টা আরও জানান, দেশের ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার (মিড ডে মিল) চালু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের শেষে অথবা অক্টোবর মাস থেকে এই কর্মসূচি শুরু হতে পারে।

 

স্বাক্ষরতা দিবসের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যমতে, দেশে ৭ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ। এর মানে হলো, এখনো ২২ দশমিক ১ শতাংশ মানুষ নিরক্ষর, যারা হয় কখনো স্কুলেই যায়নি অথবা প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়েছে।

 

শিক্ষকদের পদোন্নতির প্রসঙ্গে ডা. পোদ্দার বলেন, মামলার কারণে অনেক শিক্ষকের পদোন্নতি আটকে আছে। বর্তমানে প্রায় ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য অপেক্ষায় রয়েছেন। এই পদোন্নতিগুলো সম্পন্ন হলে সমসংখ্যক নতুন শূন্যপদ তৈরি হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন