খেলাধুলা, ফুটবল

‘ফিলিস্তিনি পেলে’কে খুন করল ইসরায়েল!

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই আগস্ট ২০২৫ ১০:২৪:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক ফুটবলার সুলেইমান আল-ওবেইদ (৪১) নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দক্ষিণ গাজার রাফাহ শহরে মানবিক ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পাঁচ সন্তানের জনক আল-ওবেইদ ফিলিস্তিনি ফুটবলে ‘পেলে’ নামে পরিচিত ছিলেন। তাকে গাজায় জন্ম নেওয়া অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে গণ্য করা হতো। খাদামাত আল-শাতি ক্লাবের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে তিনি পশ্চিম তীরের আল-আমারি ইয়ুথ সেন্টার এবং গাজা স্পোর্টস ক্লাবের হয়েও খেলেছেন। আল-ওবেইদ তার দীর্ঘ ক্যারিয়ারে ১০০টিরও বেশি গোল করেছেন এবং ২০১৬ ও ২০১৭ সালে গাজায় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।
 

আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলেও পদচারণা ছিল ‘ফিলিস্তিনি পেলে’র। ২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ফিলিস্তিনের জার্সিতে তিনি তার প্রথম আন্তর্জাতিক গোলটি করেন। এছাড়া ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ এবং ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।

 

এই ঘটনায় ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ফুটবল পরিবারের শহীদের সংখ্যা এখন পর্যন্ত ৩২১ জনে পৌঁছেছে, যাদের মধ্যে খেলোয়াড়, কোচ, প্রশাসক, রেফারি এবং বোর্ড সদস্যও রয়েছেন।

সূত্র: মার্কা

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন