বাংলাদেশ, রাজধানী

‘ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব্যক্তি ঢাবি শিক্ষার্থী, সে ছাত্রলীগ করতো’

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই এপ্রিল ২০২৫ ০৬:১৭:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা দুটি মোটিফে আগুন দেয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

আজ রবিবার (১৩ই এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। ঢাবির চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

 

তিনি জানান, ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া সেই ব‍্যক্তির নাম রবিউল ইসলাম রাকিব। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আগে সে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন।

 

এর আগে সকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানান, আনন্দ শোভাযাত্রার আগেই এই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

 

প্রসঙ্গত, শনিবার ভোরে ঢাবির চারুকলা অনুষদের সামনে ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ মোটিফে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে শান্তির পায়রা মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন