বাংলাদেশ, জাতীয়

‘ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে’

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলে জুলাইয়ের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার (৪ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালের এই দিনে ছাত্র-শ্রমিক-জনতা বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে। এই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন এবং ভোটাধিকার হরণের মতো নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উল্লেখ করেন, এই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্র, জনগণের ক্ষমতা এবং মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা।
 

ঐতিহাসিক এই দিবসে তিনি দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসাথে, তিনি এই সংগ্রামে আহত, পঙ্গুত্ববরণকারী এবং দৃষ্টিশক্তি হারানো সকল বীর যোদ্ধার ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আরও বলেন, শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশব্যাপী যে ব্যাপক সংস্কার প্রক্রিয়া চলছে, তার মাধ্যমে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। তিনি বিশ্বাস করেন, একটি প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সবশেষে, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন