ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিল আমেরিকা। বুধবার বিকেলে এই শুল্কহার ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ অগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বারবার বলে বেড়ান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, সেই বন্ধুত্বের সম্পর্ককে এবার যেন কিছুটা আঘাতই করলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের বিরুদ্ধে কড়া বাণিজ্যিক পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়ে রাখলেন, আগামী ১লা আগস্ট থেকে ভারত একটি ‘অনির্দিষ্ট’ দণ্ডের মুখোমুখি হবে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এক বিস্ফোরক পোস্টে ট্রাম্প ভারতের বাণিজ্যিক নীতি, শুল্ক কাঠামো এবং ভূ-রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করেন। ট্রাম্প তার পোস্টে লিখেন, ‘ভারত আমাদের বন্ধু হতে পারে, কিন্তু গত কয়েক বছর ধরে তারা আমাদের সাথে অন্যায্য আচরণ করেছে। তাদের শুল্কের হার বিশ্বের সর্বোচ্চ। তারা এমন সব অশুল্ক বাধা তৈরি করে রেখেছে যা বিরক্তিকর এবং বাণিজ্যের জন্য ক্ষতিকর।’
ট্রাম্প তার পোস্টে কেবল শুল্কের বিষয়েই লিখেননি। প্রশ্ন তুলেছেন ভারতের পররাষ্ট্রনীতি নিয়েও। তিনি লিখেছেন, ‘তারা (ভারত) সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়ার কাছ থেকে কেনে। যখন সারা বিশ্ব চাইছে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন বন্ধ করুক, তখন ভারত, চীনের মতোই রাশিয়ার জ্বালানির অন্যতম প্রধান ক্রেতা। এটি কোনো ভালো লক্ষণ নয়।’
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে ট্রাম্প প্রথমবার ভারতের ওপর উচ্চ শুল্কারোপের হুমকি দিয়েছিলেন। কিন্তু আলোচনার পথ খোলা রাখতে সেই অবস্থান থেকে কিছুটা সরে আসেন।
ডিবিসি/এফএইচআর