দেশের নির্মাণ খাতে রেডি মিক্স কংক্রিট (RMC)-এর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ক্রাউন সিমেন্ট পিএলসি একটি সেমিনার আয়োজন করে। বাংলাদেশে রেডি মিক্স কংক্রিট: চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এ সেমিনারটি শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার লে মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। জাতীয় অবকাঠামো উন্নয়নে মানসম্মত নির্মাণ, টেকসই উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে রেডি মিক্স কংক্রিটের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় প্রযুক্তিগত অগ্রগতি, নিয়ন্ত্রক কাঠামো, গুণগত মান নিয়ন্ত্রণ এবং উদ্ভাবনের মাধ্যমে শিল্পখাতের চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. এম. শামিম জেড. বসুনিয়া, পি-ইঞ্জি.। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. তারেক উদ্দিন, পি-ইঞ্জি., অধ্যাপক, সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)। সেমিনারটি সঞ্চালনা করেন প্রফেসর ড. রাকিব আহসান, অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
মূল প্রবন্ধ উপস্থাপনায় প্রফেসর ড. মো. তারেক উদ্দিন আধুনিক নির্মাণে রেডি মিক্স কংক্রিটের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন। তিনি কারিগরি মানদণ্ড বজায় রাখা, গুণগত মান নিয়ন্ত্রণ, দক্ষ জনবল সংকট ও মানদণ্ড প্রণয়ন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো উল্লেখ করেন এবং আন্তর্জাতিক মান ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির সম্ভাবনার দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম. শামিম জেড. বসুনিয়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়নকে আরও শক্তিশালী ও ভবিষ্যৎ-উপযোগী করতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে ক্রাউন সিমেন্ট তাদের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের সিমেন্ট রপ্তানির পথিকৃৎ এবং এখন পর্যন্ত একমাত্র সিমেন্ট কোম্পানি হিসেবে তিনবার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে। গত দুই দশকেরও বেশি সময় ধরে সিমেন্ট রপ্তানিতে নেতৃত্ব দিয়ে আসছে ক্রাউন সিমেন্ট।
এছাড়া, ২০১৩ সালে ক্রাউন সিমেন্ট কংক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে কোম্পানিটি এর সম্প্রসারণ উদ্যোগ গ্রহণ করে, যা দেশের রেডি মিক্স কংক্রিট খাতে একটি গুরুত্বপূর্ণ অবদানকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিমেন্ট উৎপাদন থেকে কংক্রিট সরবরাহ পর্যন্ত একটি সমন্বিত ও নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন নিশ্চিত করছে।
বিশ্বব্যাপী সবুজ নির্মাণ (Green Construction) ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রাউন সিমেন্ট সম্প্রতি ক্রাউন সিমেন্ট কংক্রিট ব্লক চালু করেছে, যা প্রচলিত পোড়ামাটির ইটের পরিবেশবান্ধব বিকল্প। এর মধ্যে রয়েছে সলিড ব্লক ও ইউনিপেভার যা টেকসই, সাশ্রয়ী এবং পরিবেশ রক্ষায় বিশেষ উপযোগী।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নির্মাণ খাতের ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
ডিবিসি/তুবা