বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছে দলটির দায়িত্বশীল সূত্র।
তার অসুস্থতা সত্ত্বেও দলের নির্বাচনী প্রস্তুতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে না। বরং শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তিনি আসন্ন নির্বাচনে সশরীরে প্রচারণায় অংশ নিতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বিএনপির সাবেক সংসদ সদস্য ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক ৭ থেকে ১০ দিনের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন।
ডিবিসি/ এইচএপি