আন্তর্জাতিক, অন্যান্য

‘বোর্ড অফ পিস’ উদ্বোধন করলেন ট্রাম্প: সদস্য ফি ১ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাভোসে এক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর ‘বোর্ড অফ পিস’ বা শান্তি পরিষদের সূচনা করেছেন। আন্তর্জাতিক সংঘাত নিরসনের লক্ষ্যে গঠিত এই পর্ষদের স্থায়ী সদস্যপদ লাভের জন্য ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) ফি নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে গাজা উপত্যকার পুনর্গঠন কার্যক্রম তদারকির উদ্দেশ্যে এই বোর্ড গঠনের পরিকল্পনা করা হয়েছিল। তবে সনদের খসড়া অনুযায়ী, এই বোর্ডের ভূমিকা কেবল ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

 

বুধবার (২১ জানুয়ারি) হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই উদ্যোগে যোগ দেওয়ার জন্য প্রায় ৫০ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩৫ জন নেতা ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মতি জানিয়েছেন।

 

সম্মতি জানানো দেশগুলোর মধ্যে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার এবং মিশরের মতো মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ন্যাটো সদস্য তুরস্ক ও হাঙ্গেরি যাদের জাতীয়তাবাদী নেতাদের সাথে ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে তারাও এতে অংশ নিতে রাজি হয়েছে। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কসোভো, উজবেকিস্তান, কাজাখস্তান, প্যারাগুয়ে এবং ভিয়েতনাম।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন