বাংলাদেশের বডি কেয়ার বাজারে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কসমেটিকস ও স্কিনকেয়ার টেকনোলজি জায়ান্ট রিমার্ক এইচবি লিমিটেড-এর জনপ্রিয় ব্র্যান্ড লিলির হুইপড শিয়া বডি ওয়াশ। ইতোমধ্যে পণ্যটি ‘ভাইরাল’ বডি ওয়াশের খ্যাতি পেয়েছে।
শুষ্ক মৌসুমে ত্বকের যত্নে কার্যকর পণ্য খোঁজার প্রতিযোগিতায় ভোক্তাদের পছন্দের তালিকায় সামনের সারিতে উঠে এসেছে এই বডি ওয়াশ। বাজার বিশ্লেষকদের মতে, দেশে প্রচলিত সব ধরনের বডি ওয়াশের মধ্যে লিলির এই পণ্যটি ব্যতিক্রমী কার্যকারিতা ও প্রিমিয়াম স্কিন-কেয়ার অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছে বিশেষ আলোড়ন। গ্রাহকদের মধ্যে এর চাহিদা এখন সবচাইতে বেশি।
লিলির চীফ বিজনেস অফিসার আবির আদনান জানান, লিলি হুইপড শিয়া বডি ওয়াশে ব্যবহার করা হয়েছে ত্বকের সুরক্ষায় উন্নত মানের কাঁচামাল, যা ৭২ ঘন্টা পর্যন্ত ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সক্ষম। এতে ব্যবহার করা উপাদান সাধারণত দামি পণ্যে দেয়া হয়, ফলে সেসব পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় থাকে না। লিলি ব্যবহারকারীদের সেই অভিজ্ঞতা নিশ্চিত করেছে দাম হাতের নাগালে রেখেই। তাই লিলি হুইপড শিয়া বডি ওয়াশ সকলের কাছেই সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে।
তিনি জানান, সেলিব্রেটিরাও এই বডি ওয়াশ ব্যবহার করে নিজেরাই স্যোসাল মিডিয়ায় রিভিউ দিচ্ছেন। ফলে এটি এখন ভাইরাল বডিওয়াশ হিসেবে ক্রেতাদের নজর কেড়েছে।
ত্বক রোগ বিশেষজ্ঞ ডা. শারমিনা হক বলেন, বাংলাদেশে ঋতু পরিবর্তনের সময়ে ত্বকের নানা ধরণের সমস্যা দেখা দেয়। শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়, যার ফলে চামড়া ওঠা, ফাটল ধরা, চুলকানি এবং একজিমা ও স্ক্যাবিসের মতো সমস্যা দেখা দেয়। ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে এমনটি হয়।
এছাড়াও, পর্যাপ্ত পানি পান না করা এবং গরম পানিতে বেশি সময় ধরে গোসল করার কারণেও এই সমস্যা বাড়ে। এ সময় গোসলে একটু সতর্ক থেকে অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান জাতীয় পণ্য এগিয়ে আদ্রতা বাড়ায় এমন পণ্য ব্যবহার সুস্থ থাকতে সাহায্য করে। এক্ষেত্রে লিলির হুইপড শিয়া বডি ওয়াশ ভালো পছন্দ হবে।
ব্র্যান্ড সংশ্লিষ্টরা বলছেন, লিলি হুইপড শিয়া বডি ওয়াশ হল একটি ময়েশ্চারাইজিং বডি ওয়াশ যা ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং শিয়া বাটার দিয়ে ময়েশ্চারাইজ করে ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ারকে প্রোটেক্টেড রাখে। এটি ত্বককে নরম, মসৃণ এবং সজীব রাখতে সাহায্য করে, কারণ এটি ত্বকের সুরক্ষা স্তর উন্নত করে এবং দীর্ঘস্থায়ী আর্দ্রতা সরবরাহ করে।
এই বডি ওয়াশটি শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত এবং এটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করে শুষ্কতা ও রুক্ষতা কমায়। যা ত্বককে মসৃণ ও কোমল করে তোলে। তাই এটি শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে উপযোগী।
তাছাড়া এতে একটি সুন্দর সুগন্ধ রয়েছে যা গোসলের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এখন আধুনিক পণ্যের চাহিদা এখন অনেক। তবে এসব প্রসাধন ও ত্বক সুরক্ষা পণ্য এতদিন আমদানি নির্ভর থাকলেও দেশেই এখন উৎপাদন হচ্ছে এসব বিশ্বমানের পণ্য। উন্নত কাঁচামাল ও আধুনিক প্রযুক্তিনির্ভর মেশিনারিজ ব্যবহারে এ খাতের বিস্তৃতি বেড়েছে।
এ খাতের বাণিজ্য সংগঠন এসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারর্স এন্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) সেক্রেটারি জামাল উদ্দিন বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশে মানসম্মত পণ্য উৎপাদিত হচ্ছে। এসব পণ্য রফতানিও হচ্ছে। যা ইতিবাচক। নকল ও ভেজালের ভিড়ে বাংলাদেশের মানসম্মত পন্য ক্রেতাদের চাহিদার শীর্ষে থাকছে, যা প্রশংসনীয়। তবে সরকারের নীতি সহয়তা পেলে দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা সেফ করা সম্ভব।
ডিবিসি/এনএসএফ