বাংলাদেশ, রাজনীতি

‘ভারত দুঃস্বপ্ন দেখছে’

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই ডিসেম্বর ২০২৪ ০৯:০৬:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা (ভারত) এসব বন্ধ করে দিয়ে মনে করেছেন যে, বোধহয় বাংলাদেশের মানুষ এতে অস্থির হয়ে গেছে…না। বাংলাদেশের মানুষ আনন্দিত এখন। আমরা বলি, আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, অনেক হাসপাতাল আছে। আপনারা কীসের অহংকার করেন? এখন বাংলাদেশের মানুষ প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া কিংবা অন্য দেশে যাবে।

শুক্রবার (৬ই ডিসেম্বর) ঢাকার গুলশানে এক অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, আপনাদের মত ‘হিংসাদ্রোহী’ যারা আমাদের নিয়ে ‘ঘৃণা পোষণ করেন’, সেই দেশে বাংলাদেশের মানুষ যেতে চায় না। কারণ রক্তমূল্যে দিয়ে স্বাধীনতা কেনা এই জাতি। এই জাতিকে আপনি বঞ্চিত করে, ভয় দেখিয়ে নতজানু করবেন, সেই জাতি বাংলাদেশিরা নয়।


বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আপনারা (ভারত) মনে করেছেন, পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না? আদা, রসুন, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা আর তরকারিতে সেগুলো ব্যবহার করতে পারব না?

 

রিজভী বলেন, এটা তো আপনারা (ভারত) ‘দুঃস্বপ্ন’ দেখছেন যে এদের আমরা পানিতে, ভাতে, তরকারিতে বঞ্চিত করব। আপনারা পশু রপ্তানি বিশেষ করে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ গ্রামের বাড়ি বাড়িতে তারা গরু-ছাগলের খামার তুলে এক কোরবানির ঈদে এক কোটি ২০ লাখ পশু জবাইয়ের ব্যবস্থা করেছে। প্রতি বছর মাংসের যে প্রয়োজন হয়, সেটার ব্যবস্থা করেছে। বাংলাদেশের মানুষ শ্রম প্রিয়। তারা প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন, আদা অতিমাত্রায় উৎপাদনে পিছপা হয় না।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন