প্রায় ১০ বছর ধরে আলাদা থাকার পর ‘সাধু’র ছদ্মবেশে ফিরে এসে নিজের স্ত্রীকে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ শুক্রবার জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির নেব সরাই এলাকায়।
কর্মকর্তাদের মতে, হত্যাকাণ্ডটি বুধবার মধ্যরাতে ঘটলেও, তা প্রকাশ্যে আসে কয়েক ঘণ্টা পর। প্রতিবেশীরা স্বাস্থ্যকর্মী কিরণ ঝা-কে তার বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভোর ৪টা বেজে ৯ মিনিটে তারা খবর পান। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, অভিযুক্ত প্রমোদ ঝা রাত ১২টা বেজে ৫০ মিনিটের দিকে কিরণের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। পুলিশের ধারণা, অপরাধ করার পরই সে পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিহারের বাসিন্দা প্রমোদ ঝা (৫৫) প্রায় ১০ বছর ধরে তার স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন। সম্প্রতি ১ আগস্ট বিহারের মুঙ্গের জেলা থেকে দিল্লিতে ফিরে আসেন। কিরণ তার ছেলে দুর্গেশ ঝা, পুত্রবধূ এবং নাতনির সাথে থাকতেন। ঘটনার সময় তার ছেলে দুর্গেশ চাকরির কারণে বিহারের দ্বারভাঙ্গায় ছিলেন।
ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, হত্যায় ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ অভিযুক্তকে ধরার জন্য একাধিক দল গঠন করেছে এবং বিভিন্ন রেলওয়ে ও বাস স্টেশনে তল্লাশি চালাচ্ছেন।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এফএইচআর