বাংলাদেশ, জাতীয়

‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘সেনাবাহিনী পদক’ বা ‘আর্মি মেডেল’ সম্মানে ভূষিত হয়েছেন।

শুক্রবার (২১শে নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে এই পদক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নিজ হাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ইউনিফর্মে এই মর্যাদাপূর্ণ পদকটি পরিয়ে দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

এদিন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে সেনাসদস্যদের অবদানের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১শে নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণের সূচনা করেছিলেন। ঐতিহাসিক এই দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর বাংলাদেশে যথাযথ মর্যাদায় ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করা হয়ে থাকে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন