জাতীয়, রাজধানী

‘হাদি হাদি’ স্লোগানে প্রকম্পিত শাহবাগ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

শহিদ হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’

 

তবে প্রধান উপদেষ্টার আহ্বানের পরও রাজপথ ছাড়েননি বিক্ষোভকারীরা। ‘হাদি হাদি’ স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ। 


রাত সোয়া ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার ছাত্র-জনতা। টায়ারে আগুন জ্বালিয়ে তারা স্লোগান দিতে থাকেন— ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’। বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

 

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।

 

গণমাধ্যম কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক ‘প্রথম আলো’ কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ভবনের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও নথিপত্র নিচে ফেলে আগুন ধরিয়ে দেয়। ভবনের তৃতীয় তলা পর্যন্ত উঠে ভাঙচুর চালানো হয়। প্রথম আলোর পর ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ ভবনেও আগুন দেওয়া হয়।

 

বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রাজধানীর অন্য এলাকাগুলোতেও। এছাড়া উত্তরায় আওয়ামী লীগের সাবেক একজন সংসদ সদস্যের বাসভবনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রাত পৌনে ২টা নাগাদ ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ভাঙচুর ও ভবনের বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন