‘হিজড়া বলে অবহেলা নয়, আমরাও মানুষ, আমাদেরও আছে বেঁচে থাকার অধিকার, কর্মসংস্থান ও সামাজিক স্বীকৃতি চাই সবার’, এ শ্লোগানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংগঠন শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসন, পুলিশ সুপার ও নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটির সহায়তায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের তুলসিমালা সভাকক্ষে প্রতিষ্ঠাবার্র্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসময়, তিনি তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে, বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব, বিশেষ অতিথি স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, জাতীয় জয়িতা পুরষ্কারপ্রাপ্ত তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা জামালপুর সিড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, অধ্যাপক শিব শংকরা কারুয়া প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি নিশি সরকার। অনুষ্ঠানে প্রয়াত মাধূরী হিজড়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।