বাংলাদেশ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারি কর্মচারীদের প্রচারে আইনগত বাধা নেই: আলী রীয়াজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারি কর্মচারীদের প্রচারে নামতে সংবিধান বা প্রচলিত আইনে কোনো বাধা নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

তিনি উল্লেখ করেন, এ বিষয়ে আইন বিশেষজ্ঞ ও সাবেক বিচারপতিদের পরামর্শ নেওয়া হয়েছে এবং তাদের মতেসংবিধান, আরপিও বা জুলাই জাতীয় সনদসহ কোনো আইনেই সরকারি কর্মচারীদের এই প্রচারে অংশ নিতে নিষেধ করা হয়নি।

 

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সরকারি কর্মচারীদের নৈতিক অবস্থান ও নিরপেক্ষতা সংক্রান্ত প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, বর্তমান সরকার কোনো রুটিন তত্ত্বাবধায়ক সরকার নয়, যাদের কাজ শুধু ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, যা ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এবং গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছে। সরকারের প্রধান কাজ সংস্কার, এরপর বিচার এবং সবশেষে নির্বাচন। তিনি সতর্ক করে বলেন, এই সরকারকে সাধারণ তত্ত্বাবধায়ক সরকার মনে করা জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

 

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সরকার কোনো সংস্কার চাপিয়ে দিচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সম্মতিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই এই কার্যক্রম চলছে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই মূলত এই সংস্কার বাস্তবায়ন করবেন। তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর ১৮০ দিন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদ তাদের দায়িত্ব পালন করবে।

 

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। যেহেতু গণভোটের অভিজ্ঞতার সঙ্গে সাধারণ মানুষ খুব একটা পরিচিত নয়, তাই ভোটারদের সচেতন করা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন