মুক্তির এক দশকের বেশি সময় পার করেছে ‘থ্রি ইডিয়টস’ ছবি। তবে আজও দর্শকদের মনে জায়গা করে রেখেছে মুভিটি।
আমির খান, আর মাধবন, শরমন যোশি অভিনীত এই ছবিতে তিন ইঞ্জিনিয়ারিং ছাত্রের জীবন কাহিনী ফুটিয়ে তুলা হয়েছিল।
রাজু হিরানি পরিচালিত এই ছবির সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন আট থেকে আশি সকলেই।
শুধু ব়্য়াঞ্চো,ফারহান আর রাজুই নয়, ভাইরাস বা সাইলেন্সার চতুরের মতো চরিত্রগুলোও গেথে রয়েছে দর্শক হৃদয়ে। এরপর থেকে বহুবার এই ছবির সিকুয়েলের দাবি জানিয়েছে ভক্তরা, তবে ইতিবাচক সাড়া মেলেনি নির্মাতার কাছ থেকে।
গতকাল শুক্রবার ‘থ্রি ইডিয়টস’ ভক্তদের চমকে দিয়ে একফ্রেমে ধরা দিলেন আমির, মাধবন ও শরমন। তিনজনকে একসঙ্গে দেখে রীতমতো নস্টালজিক অনুরাগীরা।
লাল রঙা ট্র্যাক স্যুটে দেখা গেল থ্রি-ইডিয়টদের। তবে থ্রি ইডিয়টসের পরবর্তী পর্ব নিয়ে কোনও আপটেড নয়, বরং শরমন যোশির গুজরাতি ছবি ‘কনগ্রাজুলেশন’ ছবির প্রমোশনে একজোট হলেন তিনজন।
ভিডিওর শুরুতে দেখা গেল, শরমন দর্শকদের উদ্দেশে বলছেন, আজ আমার ছবি ‘কনগ্রাজুলেশন’ মুক্তি পাচ্ছে'। কথা বেশিদূর এগানোর আগেই ভিডিওর মাঝখানে ঢুকে পড়েন মাধবন।
তাকে গোটা বিষয়টি বুঝিয়ে ফের প্রথম থেকে ভিডিও শুরু করেন শরমন। কিন্তু ফের কথার মাঝে বাধ সাধেন। এবার আমির মাঝখান থেকে ঢুকে পড়েন, এবং এসেই জড়িয়ে ধরেন পুরোনো বন্ধুদের। এরপর ফের শুরু থেকে শুরু করেন শরমন। কিন্তু বন্ধুদের জ্বালাতনে সফলভাবে নিজের বক্তব্য রাখতে পারেন না। অবশেষে ক্যামেরার ওপারে থাকা ব্যক্তিকে বলেন, ‘ওদিকে চল ভাই, এখানে এরা ভিডিও বানাতে দেবে না’।