রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডের ধারাবাহিকতায় আজ ১১ ফেব্রুয়ারি, প্রমিস ডে। প্রেমিকযুগলরা এ দিনগুলো উদ্যাপন করছেন নিজেদের মতো করে। সিঙ্গেলরা হয়তো ভাবছেন এ দিনগুলো তো যুগলদের জন্য, আমাদের জন্য তো কোনো ডে নেই। হতাশ হওয়ার কিছু নেই। সিঙ্গেলদের জন্যও রয়েছে সুখবর। আজকের দিনটি সিঙ্গেলদের জন্য।
আজ ১১ ফেব্রুয়ারি ‘সিঙ্গেলেই সুখী দিবস’। ইংরেজিতে যাকে ’স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে’ বলা হয়। সিঙ্গেলরা চাইলে নিজেদের মতো করে আজকের দিনটি সুখেই কাটাতে পারবেন।
টমাস ও রুথ রয় নামের দুজন ব্যক্তির উদ্যোগে দিনটির প্রচলন হয়। কবে থেকে এই দিবস পালিত হচ্ছে সেটি জানা যায়নি।
একা থাকার মধ্যেও আনন্দ আছে। যারা একবার এ আনন্দ পেয়ে যান, পেয়ে যান স্বাধীনতার সুখ। কিছুতেই তারা প্রথাগত প্রেমের শৃঙ্খলে বাঁধা পড়তে চান না।
সিঙ্গেল মানেই তো নির্ভেজাল, নির্বিবাদী জীবন। ঝাড়া হাত-পা। গায়ে হাওয়া লাগিয়ে নিজের মতো নিজের জীবনকে যাপন করা। সুতাবিহীন ঘুড়ির মতো খোলা আকাশে উড়ে বেড়ানো। কারও কাছে জমা দেওয়া নেই ঘুড়ির নাটাই। কী, কেন, কখন, কীভাবে—নেই এসব কৈফিয়তের ঝামেলা। নিয়ম করে ফোনালাপ, খুদেবার্তা, যত্ন করে মনে রাখা বিশেষ দিন, মন ভরানো আলগা প্রশংসা—এসব জটিলতা থেকে মুক্ত থাকেন তারা।
দিবসটিকে নিজের মতো করে উদ্যাপন করতে দূর কোথাও ঘুরে আসতে পারেন। আবার চাইলে সিঙ্গেল বন্ধুরা মিলে পার্টি বা পিকনিক করেও কাটাতে পারেন আজকের দিনটি।