বিনোদন, ঢালিউড

জয়কে অপু বিশ্বাস ‘তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে’

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৮:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস তার সন্তান আব্রাম খান জয়কে শাকিব খানের আরেক সন্তান বীরকে অনেক ভালোবাসতে বলেছেন। যদিও সরাসরি নয় ইঙ্গিতে হ্যাঁ সূচক উত্তরে তিনি তা বুঝিয়ে দিয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নেন ‘লাল শাড়ি’ ছবির জুটি অপু বিশ্বাস ও সাইমন সাদিক। অনুষ্ঠানের একটা পর্যায়ে দর্শকদের উদ্দেশে দুই অতিথিকে তিন লাইনের একটি চিঠি লেখার আহ্বান করেন উপস্থাপক। 

এ সময়ে অপু বিশ্বাস সন্তান আব্রাম খান জয়ের উদ্দেশে তিন লাইনের একটি চিঠি লেখেন। চিঠি পড়ে শোনান সাইমন। চিঠিতে অপু লেখেন, ‘জয়, তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’ 

অবশ্য এখানে ভাই বলতে শাকিব খানের আরেক সন্তান বীরের নামটি উল্লেখ করা হয় নি। সাইমন ওই সময়ে অপুর কাছে জানতে চান, ‘ভাই মানে বীর, রাইট?’ অপু হাসতে হাসতে মাথা ঝাঁকিয়ে সায় দেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওটির মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীরা অনেক ইতিবাচক প্রতিক্রিয়া দেখান। অবশ্য বছরখানেক ধরে বীরের খবর প্রকাশ্যে এলেও এত দিন বীরকে নিয়ে কোনোই মন্তব্য করেননি অপু বিশ্বাস।

এ বিষয়ে অপু বিশ্বাস একটি গণমাধ্যমে বলেন, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি, দরকার। মানুষের সঙ্গে আচার–আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি। তিন লাইনের বার্তায় সেটাই প্রকাশ করেছি আমি।’

অপু বলেন, ‘আমি মনে করি, আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া, ক্ষতি করা নয় এবং আমি সেটা করার চেষ্টা করি। কে কাকে ছোট করছে, সেই বোধবুদ্ধি আমার আছে। আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এড়িয়ে চলতে চেয়েছি। কিন্তু সিনেমার মানুষ হওয়ায় মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তা সামনে চলে আসে।’

আরও পড়ুন