চট্টগ্রামের চান্দগাঁওয়ে মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছরের এক কিশোরী। ওই কিশোরী একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মধ্যম মোহরা আব্দুল রহমান সড়কের ভূতের ভিটা কাইয়ুম কলোনির ২ নম্বর রুমের একটি ভাড়া বাসায় বখাটেরা কিশোরীকে নির্যাতন করে। এই ঘটনায় মামলা দায়েরের পর বৃহষ্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মোহরাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাউজানের নোয়াপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে মো. রাসেল ওরফে হিজড়া রাসেল (২৭), বাঁশখালী জলদি এলাকার জাফর আহাম্মদের ছেলে মো. জাহেদুল ইসলাম ইমন (৩০) ও ময়মনসিংহ নান্দাইল এলাকার মো. হারুনের ছেলে মো. সুমন (৩০)।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই কিশোরী চান্দগাঁও থানার একটি ভাড়া বাসায় মায়ের সাথে থাকতেন। তার মা একটি গার্মেন্টেসে চাকরি করেন। গত মঙ্গলবার রাতে মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ওই কিশোরী মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বেরিয়ে যায়।
রাত বেশি হয়ে যাওয়ায় ওই কিশোরী বখাটেদের নজরে আসে। পরে তারা কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোহরার একটি বাসায় নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে। সকালে তাকে ছেড়ে দেয়। এরপর ওই কিশোরী তার স্কুলে গিয়ে বিষয়টি এক শিক্ষিকাকে জানায়। শিক্ষিকা ঘটনাটি থানার নজরে আনেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ডিবিসি নিউজকে বলেন, কিশোরীকে নির্যাতনের ঘটনা তার স্কুল শিক্ষিকা আমাদের জানায়। মূলত মায়ের সাথে অভিমান করে সে ঘর ছেড়ে এমন ঘটনার সম্মুখীন হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা পেশাদার অপরাধী। রাসেল নামে এক আসামি রয়েছে। সে নিজেকে হিজড়া দাবি করলেও আসলে হিজড়া নয়।