খেলাধুলা, ক্রিকেট

আইপিএলে আজ ভাইয়ের বিপক্ষে ভাইয়ের লড়াই

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

রবিবার ৭ই মে ২০২৩ ০৯:১৬:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজকের গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে নতুন এক ঘটনার সাক্ষী হবেন ক্রিকেট ভক্তরা। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে দুই দলের নেতৃত্বে থাকবেন দুই ভাই।

আইপিএলে এর আগে একি দলের হয়ে কিংবা একে অপরের প্রতিপক্ষ হয়ে খেলেছেন আপন দুই ভাই তবে এবারই প্রথম এক ম্যাচে দুই দলের অধিনায়কত্ব করবেন আপন দুই ভাই। এই ম্যাচে বিশেষ আকর্ষণ এটাই। বাংলাদেশ সময় বিকাল ৪ টায় শুরু হবে ম্যাচটি। 

গত আসর থেকেই গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া। আর লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। কিন্তু চোটের কারণে তিনি এবারের আসর থেকে ছিটকে গেছেন। তার জায়গায় ক্রুনাল পান্ডিয়াকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। 

আইপিএলে হার্দিক ও ক্রুনাল ছাড়াও আরও ৮ সহোদর খেলেছেন। এবারের আইপিএলেই অভিষেক হয়েছে ডুয়ান ইয়াসেনের, খেলছেন মুম্বাই দলে। আর সানরাইজার্স হায়দ্রাবাদে আছেন মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার এ দুই ক্রিকেটার যমজ। আইপিএলে এর আগে যমজ ভাইয়ের খেলার ইতিহাস ছিল না।

এ ছাড়া আইপিএলে খেলেছেন পাঠান পরিবারের দুজন ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। স্যাম কারেনও ও টম কারেন ইংল্যান্ডের এ দুই ভাইও আইপিএলে খেলেছেন। এ ছাড়া মিচেল মার্শ-শন মার্শ, মাইক হাসি-ডেভিড হাসি, ব্রেন্ডন ম্যাককালাম-নাথান ম্যাককালাম–ভাইয়েরাও খেলেছেন। 

দীপক চাহার ও রাহুল চাহার এই আইপিএলেও মাঠ মাতাচ্ছেন। যদিও দীপক ও রাহুল আপন দুই ভাই নন। তাঁদের বাবারা দুই ভাই, মায়েরা দুই বোন।

ডিবিসি/ এমএলএন


আরও পড়ুন