বাংলাদেশ, জেলার সংবাদ

সড়ক দুর্ঘটনায় নিহত মায়ের মরদেহ গ্রহণ করলেন না ছেলে

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই জুন ২০২৩ ০১:১৭:৫৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় নিহত মায়ের মরদেহ গ্রহণ করেননি পাষণ্ড ছেলে। বৃদ্ধা মায়ের মহদেহ গ্রহণে ছেলে অনীহা প্রকাশ করায় ওসি শামীম মরদেহ দাফন-কাফনের ব্যবস্থা করেছেন।

ওসি শামীম হোসেনের নিজ আর্থিক সহায়তায় অ্যাম্বুলেন্স ভাড়া করে নিহত বৃদ্ধা মায়ের মরদেহ তার নিজ বাড়ি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খুনেরচর গ্রামে দাফন-কাফনের ব্যবস্থা করা হয়।

বুধবার (৭ জুন) সকালে থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, বৃদ্ধা সূর্যবান বিবি (৬৭) শরীয়তপুরের জাজিরা উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান তিনি।

পুলিশ আরও জানায়, বৃদ্ধা সূর্যবান সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে একটি বারের জন্য তার একমাত্র ছেলে সেহবাফ হোসেন কোনো প্রকার খোঁজখবর নেননি। কিন্তু তার মৃত্যু হওয়ার পরও থানা পুলিশ ছেলে সেহবাফ হোসেনকে মায়ের মৃত্যুর খবর দিলে মায়ের মরদেহ গ্রহণ করতে তিনি অস্বীকৃতি জানান।

পরে নিরুপায় হয়ে মানবিক দৃষ্টি দিয়ে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন সূর্যবান বিবির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিজ অর্থায়নে পরিবহন খরচ দিয়ে নিহতের নিজ গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করেন। মঙ্গলবার রাতে এসআই কাঞ্চনের সহযোগিতায় নিহত বৃদ্ধার মরদেহ দাফন করা হয়।

এ বিষয় নিহতের ছেলে সেহবাফের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন জানান, যে মা ১০ মাস পেটে ধরে সন্তানকে বড় করলো আজ সেই সন্তানই মায়ের মরদেহ নিতে অস্বীকার করলো। আমি নিজে ওই মায়ের মরদেহ বাড়িতে পৌঁছে দিয়ে দাফনের ব্যবস্থা করেছি। 

আরও পড়ুন