আন্তর্জাতিক, আরব, অন্যান্য

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ জুন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে জুন ২০২৩ ০৪:১০:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসাবে দেশটিতে আগামী ২৮ জুন ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

রবিবার (১৮ ‍জুন) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে আগামীকাল সোমবার (১৯ জুন) বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে হবে তা আগামীকাল সোমবার জানা যাবে। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

কাল সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

 

আরও পড়ুন: ঈদুল আজহার তারিখ জানাল তিন দেশ

আরও পড়ুন