বাংলাদেশ, ধর্ম, ইসলাম

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ১ লাখ ১৭ হাজার ৯৬৩ জন হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে জুন ২০২৩ ০১:২৫:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১ লাখ ১৭ হাজার ৯৬৩ জন হজযাত্রী পৌঁছেছেন। এসব হজযাত্রীদের মধ্যে মারা গেছেন ২৩ জন।

হজযাত্রীদের নিয়ে নিয়মিত বুলেটিনে সর্বশেষ বৃহস্পতিবার (২২ জুন) পর্যন্ত এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

 

হজ বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশি হজযাত্রীদের জন্য বাংলায় প্রস্তুতকৃত মিনা ও আরাফাহ এর মানচিত্র মক্কা আইটি হেল্পডেস্ক থেকে বিতরণ শুরু হয়েছে। হজ এজেন্সী প্রতিনিধি, মোনাজ্জেম এবং হজ গাইডগন মিনা এবং আরাফাহর এই মানচিত্র বাংলাদেশ হজ অফিস মক্কা আইটি হেল্পডেস্ক থেকে সংগ্রহ করতে পারবেন।

 

হজ বুলেটেনে বলা হয়, সৌদিতে আগত সর্বমোট হজযাত্রী ১১৭,৯৬৩ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০,৩১৭ জন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০৭,৬৪৬ জন রয়েছেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে দেয়া স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৪০,০০৭টি, সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ২৬,১১৮টি।

 

এই সময় পর্যন্ত ইস্যুকৃত ভিসা ১২৩,২৯২টি; সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০% ; বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০% ; সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ২৩ জন হজযাত্রী/হাজী; পুরুষ: ২০; মহিলা: ৩; মক্কা: ১৯; মদিনা: ৪; জেদ্দা: শুন্য।

 

একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম: সরকারি হজযাত্রীর কোটা : ১০,৩৬০ জন। বেসরকারী হজযাত্রীর কোটা : ১১২,১৯৮ জন (গাইড ২,৫০৬ জন সহ)। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৩ সনের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন, ২০২৩ খ্রি.
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২১ মে, ২০২৩ খ্রি.। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন, ২০২৩ খ্রি. হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০২ জুলাই, ২০২৩ খ্রি.। শেষ ফিরতি ফ্লাইট ০২ আগস্ট, ২০২৩ খ্রি.

তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।

আরও পড়ুন