খেলাধুলা, ক্রিকেট

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুন ২০২৩ ০৬:৪৬:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৫ অক্টোবর মাঠে বল গড়ার মাধ্যমে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর, ১৯ নভেম্বর নামবে পর্দা।

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল। আর বাংলাদেশের প্রথম খেলা রয়েছে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

 

বিশ্বকাপের ম্যাচগুলো যেসব ভেন্যুতে হবে: আহমেদাবাদ, মুম্বাই, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, কলকাতা, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি, লখনৌও গুয়াহাটিতে খেলা হবে। আর ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

 

 

এছাড়া এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিঙ্কে প্রবেশ করে।

আরও পড়ুন