আন্তর্জাতিক, ভারত

ফ্লাইওভার হয়ে গেল ল্যাম্পপোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে জুলাই ২০২৩ ০৪:২৬:৪৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যেখানে তৈরি হওয়ার কথা ছিল মস্ত বড় ফ্লাইওভার, সেখানে গজিয়ে উঠল ল্যাম্পপোস্ট! নির্মাণাধীন এ ফ্লাইওভারটি দেখলে সুকুমার রায়ের ‘হ য ব র ল’-র ‘ছিল রুমাল, হয়ে গেল বেড়াল’ লাইনটা মনে পড়তে বাধ্য।

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুর কোরামমঙ্গলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, এজিপুরা ফ্লাইওভারটি ২০১৮ সাল থেকে নির্মাণাধীন। ২০১৯ সালে এর নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। শুধু তার পিলারগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর না হওয়া সেই ফ্লাইওভারের পিলারের ওপরেই রাস্তার আলোকসজ্জার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

গত ১৭ জুলাই অর্ণব গুপ্ত নামের এক ব্যক্তি টুইটারে ওই ল্যাম্পপোস্টের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ফ্লাইওভার যেহেতু কখনও নির্মাণ হবে না, তাই আমরা এর পিলারগুলোকে ল্যাম্পপোস্ট হিসেবে ব্যবহার করছি!

অর্ণব তার পোস্টে প্রথমে জায়গার নাম উল্লেখ না করলেও মানুষ ঠিকই সেটি চিনে ফেলে। যেহেতু শেয়ারের পরপরই ভাইরাল হয়ে যায় পোস্টটি। এতে মন্তব্য করেছেন বহু মানুষ। এতদিন পরেও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি ঘটনাটি নিয়ে কটাক্ষ করেছেন অনেকে।

একজন লিখেছেন, ঘটনাক্রমে এর ওপর আমরা একটি রেস্টুরেন্টও চালু করব। দারুণ হবে সেটা! আরেক ব্যক্তির মন্তব্য, জঞ্জাল সরিয়ে নিলে আমরা হয়তো এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক বিভাজক বলতে পারি এবং গিনেস বুকে নাম লেখাতে পারি।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন