খেলাধুলা, ফুটবল

নেইমারসহ পাঁচ ফুটবলারকে আর রাখতে চায় না পিএসজি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই আগস্ট ২০২৩ ০৮:৩১:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেসি, নেইমার ও এমবাপ্পের মতো ফুটবলার থাকার পরও গত মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়া ফরাসি ক্লাব পিএসজি এবার যেন মৌসুম শুরুর আগেই বেশ সতর্ক। নতুন কোচ হিসেবে লুইস এনরিকে দায়িত্ব দিয়েছে পিএসজি। নতুন এই কোচ ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারসহ পাঁচ ফুটবলারকে সাফ জানিয়ে দিয়েছেন, পিএসজিতে তাদের আর প্রয়োজন নেই।

গতবারের চেয়ে আগামী মৌসুমে দলটিতে আসছে ব্যাপক পরিবর্তন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি যেমন নেই, তেমনি নতুন মৌসুমে পিএসজির ডাগআউটে দেখা যাবে না গালতিয়েরকেও।

আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ও কোচ লুইস এনরিকে পিএসজির পাঁচ ফুটবলারের সঙ্গে আলোচনায় বসেন। সেখানেই তাদের জানিয়ে দেওয়া হয়, পিএসজিতে তাদের আর প্রয়োজন নেই। এমনকি নতুন ক্লাবও খুঁজতে বলা হয় তাদের। ক্রীড়া পরিচালক ও কোচের সঙ্গে আলোচনায় বসা সেই পাঁচ ফুটবলার হলেন- নেইমার, মার্কো ভেরাত্তি, হুগো একিতেকে, রেনাতো সানচেস ও হুয়ান বের্নাত।

মঙ্গলবার (৯ আগস্ট) পিএসজির দলগত অনুশীলনে ছিলেন না নেইমার ও ভেরাত্তি। এমনকি অফিশিয়াল ফটোসেশনেও তাদের রাখেনি ফরাসি ক্লাবটি। নেইমার ও ভেরাত্তি ইনডোরে নিজ নিজ অনুশীলন সেরেছেন।

এদিকে, গুঞ্জন রয়েছে নেইমার বার্সেলোনায় ফিরতে চান। বার্সা তাকে কিনতে আগ্রহী কি না এবং কত টাকা বেতন দিতে পারবে সে প্রশ্নও থেকে যায়। তাছাড়া নেইমারকে কেনার ব্যাপারে আগ্রহ রয়েছে চেলসিরও। চেলসির ক্ষেত্রে শুধু নেইমারের উচ্চ অঙ্কের বেতন নিয়ে জটিলতা হতে পারে। বার্সেলোনা, চেলসি ছাড়াও আলোচনায় রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সৌদি প্রো লিগের এই ক্লাব নেইমারকে বড় অঙ্কের বেতনেই দলে ভেড়াতে চায়। এছাড়া মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি ব্রাজিলের তারকা এই ফুটবলারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

শেষ পর্যন্ত নেইমার যদি পিএসজি অধ্যায়ের ইতি টানে সেক্ষেত্রে তারকা এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোন ক্লাব সেটি জানার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ডিবিসি/ এনবিডব্লিউ

আরও পড়ুন