বাংলাদেশ, অর্থনীতি

দেশের মার্কেটে চিনির দাম কমল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই আগস্ট ২০২৩ ০৩:০০:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক বাজারে চিনির দাম হ্রাস পাওয়ায় দেশের মার্কেটেও চিনির দাম কমল। দেশে প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনির দাম ৫ টাকা করে কমানো হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় চিনির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেজিতে পরিশোধিত খোলা চিনি ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা এবং পরিশোধিত প্যাকেটজাত চিনি ৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা ধার্য করা হয়েছে।

চিনির নতুন নির্ধারিত মূল্য আগামীকাল সোমবার (১৪ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম কমল লিটারে ৫ টাকা

একই দিনে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৫৪ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা ধার্য করা হয়েছে। নতুন এই দাম সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর করা হবে।

উভয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববাজারে ভোজ্যতেল ও চিনির দরপতন ঘটেছে। ফলে আমদানি মূল্য হ্রাস পেয়েছে। তাই নিত্যপণ্য দু’টির দর কমানো হয়েছে।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন