জেলার সংবাদ

রাঙামাটির সাজেক যাওয়ার পথে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ

রাঙামাটি প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৬ই সেপ্টেম্বর ২০২৩ ১০:২৩:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তরের এক ছাত্রীকে অপহরণের খবর পাওয়া গেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।


পুলিশ জানিয়েছে, অপহরণের শিকার ছাত্রীর নাম দ্বীপিতা চাকমা (২৪)। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।


বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার জানিয়েছেন, বেলা সোয়া ১২টার দিকে ওই ছাত্রী সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে তাকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী ওই ছাত্রীকে শীঘ্রই উদ্ধার করতে পারব। 


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন