জেলার সংবাদ

একসাথে তিন নবজাতকের জন্ম, নাম আলিফ-লাম-মিম

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই সেপ্টেম্বর ২০২৩ ০২:২২:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জাকলাটারী গ্রামের রাজমিস্ত্রী রশিদুল ইসলামের স্ত্রী শারমিন বেগম (১৯) একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পার্শ্ববর্তী লমনিরহাটের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। শিশু তিনটির মধ্যে দুটি পুত্র সন্তান  এবং একটি কন্যা সন্তান। একসঙ্গে জন্ম নেওয়া শিশু তিনটির নাম রাখা হয়েছে আলিফ-লাম-মিম।

সদ্য জন্ম নেয়া শিশুদুটির মধ্যে একটি শিশু অসুস্থ হওয়ায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কারনে প্রসূতি ও বাকী সন্তানেরা সেখানেই রয়েছে। তবে বাকি দুই শিশু ও তাদের মা  সুস্থ আছেন।


এদিকে একসাথে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সকলের মাঝে আনন্দ বিরাজ করছে। শিশুদের পিতা রশিদুল ইসলামও বেশ খুশি। পিতা রশিদুল জানায় আল্লাহ আমাকে রহমত স্বরুপ শিশু তিনটি দান করেছেন। আমি শত কষ্ট করে হলেও শিশুদের গড়ে তুলবো। কিন্তু এক সন্তান অসুস্থ হওয়ায় কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন তিনি। এছাড়া ক্লিনিকের বিলসহ ঔষধপথ্যে ইতিমধ্যেই অনেক টাকা খরচ হয়েছে।


রশিদুল বলেন, রাজ মিস্ত্রির কাজ করে কোন রকমে সংসার চালাই। সন্তানদের জন্মের আগে ও পরে চিকিৎসা খরচে যা জমানো ছিল ইতিমধ্যেই সব শেষ। এখন বাচ্চা দেখতে আসা স্বজনদের সাহায্যে চিকিৎসা ও ঔষধ পথ্য চলছে। তিনটি সন্তানের খরচ কিভাবে চলবে বুঝে উঠতে পারছি না। যদি সরকারি বেসরকারি সাহায্য পেতাম তাহলে সন্তান তিনটিকে লালন পালন করা সুবিধা হতো।


এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
 

আরও পড়ুন