আন্তর্জাতিক, আমেরিকা

আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে সেপ্টেম্বর ২০২৩ ০৫:১৪:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জীবনে চলার পথে কেউ না কেউ আমাদের পাশে দাঁড়ান। উৎসাহ যোগান। সাহস যোগান। এই মানুষগুলো আমাদের শুভাকাঙ্ক্ষী। তাদের সহযোগিতা আমাদের পথ চলাকে সহজ করে তোলে। তাই আমাদেরও উচিত এসব প্রিয় মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আজ সেই কৃতজ্ঞতা প্রকাশের দিন। সূত্র: ন্যাশনাল টুডে।

সামান্য কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে একটি ছোট বিষয়কেও অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। কারণ, মানুষ প্রশংসা পছন্দ করে। কারো কাজের বিনিময়ে একটু প্রশংসা করাও এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ। এটি এমন একটি গুণ যা একজন ব্যক্তির আত্মসম্মান ও আত্মমর্যাদা বাড়ায়। আবার পেশাদার ও সামাজিক দক্ষতাও বাড়ে।

১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রে একটি আন্তর্জাতিক সমাবেশ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বিশ্বের বিস্ময়কর জিনিসগুলোর প্রতি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশের জন্য বছরে একটি নির্দিষ্ট দিন রাখার। ওই সমাবেশে অংশ নেওয়া অনেকে নিজ দেশে ফিরে ১৯৬৬ সালের ২১ সেপ্টেম্বর কৃতজ্ঞতা দিবস পালন করেছিলেন। তারপর থেকে, বিশ্বজুড়ে কৃতজ্ঞতা দিবস উদযাপনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে।


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন