আন্তর্জাতিক, ভারত

পেট ব্যাথা নিয়ে হাসপাতালে, বেরিয়ে এল ১০০ ধাতব বস্তু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ১১:১৬:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তীব্র জ্বর আর পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৪০ বছর বয়সী এক রোগী। চিকিৎসকেরা তার পেটে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকদের চোখ ছানাবড়া।

প্রায় তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর অস্ত্রোপচারের মাধ্যমে ওই ব্যক্তির পেট থেকে ইয়ারপড, বোতাম, লকেট, স্ক্রু, চুলের ক্লিপসহ প্রায় ১০০টি ধাতব বস্তু বের করা হয়েছে। ভারতের পাঞ্জাব রাজ্যের মোগার একটি হাসপাতালে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি দুই দিনেরও বেশি সময় ধরে অসুস্থতা ও পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে তাকে পাঞ্জাবের মোগার মেডিসিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ব্যথার কারণ নির্ধারণের জন্য তার পেটে এক্সরে স্ক্যান করার পর রিপোর্টে দেখা যায় পাকস্থলী ভর্তি অস্বাভাবিক বস্তুতে।

এরপর তিন ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর চিকিৎসকরা সফলভাবে তার শরীর থেকে জিনিসগুলো বের করেন। পেট থেকে বের করা প্রায় ১০০ জিনিসের মধ্যে ছিল ইয়ারপড, ওয়াশার, নাট-বোল্ট, তার, রাখি, লকেট, বোতাম, মোড়ক ও সেফটি পিন।

হাসপাতালের পরিচালক ডা. আজমির কালরা বলেন, ‘এই প্রথম এমন ঘটনার মুখোমুখি হয়েছি। লোকটি দুই বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। শরীর থেকে জিনিসগুলো সরানো হলেও লোকটির অবস্থা স্থিতিশীল নয়। ধাতব বস্তুগুলো দীর্ঘদিন ধরে তার পেটে ছিল, যা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করেছে।’ 

অস্ত্রোপচার করা ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তির আগে ওই ব্যক্তি পেটে ব্যথার কথা বলেছিলেন। তিনি ঘুমাতে পারছিলেন না। তাকে কয়েকজন চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। কিন্তু কেউই এর কারণ শনাক্ত করতে পারছিলেন না। তিনি কখন জিনিসগুলো খেয়েছেন, তা কেউ জানে না, তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন