বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এছাড়া ধীরগতির শহরের তালিকায় থাকা শীর্ষ ২০টি শহরের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের আরও দুটি শহর।
সম্প্রতি এই নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ।
তাদের ওই গবেষণার হিসাবে, বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ২০ শহরের মধ্যে ১৯টিই যুক্তরাষ্ট্রের। এই তথ্য নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার ‘টাইম’ ম্যাগাজিন। তাতেই এই প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।
ম্যাসাচুসেটসের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ জানিয়েছে, তারা ১৫২টি দেশের ১২০০-এরও বেশি শহরের যানবাহনের গড় গতির বিষয়ে এই গবেষণা চালিয়েছে। ওই গবেষণা থেকে দেখা গেছে, দরিদ্র দেশগুলোর তুলনায় ধনী দেশগুলির শহরে যানবাহনে গড় গতি অন্তত ৫০ শতাংশ বেশি।
তাদের হিসাবে, ধীরগতির শহরের তালিকায় একেবারে শীর্ষে আছে ঢাকা। সূচকে ০.৬০ পয়েন্ট নিয়ে ধীরগতির তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। ধীরগতির শীর্ষ ২০টি শহরের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের আরও দুটি শহর।
তালিকায় ৯ নম্বরে নাম আছে ময়মনসিংহ। সেই তালিকার ১২ নম্বরে রয়েছে ‘বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী’ বলে খ্যাত চট্টগ্রাম। ধীরগতির শহরের তালিকার শীর্ষে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার লাগোস ও ইকোরদু। সেই তালিকার চতুর্থ স্থানে রয়েছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্রর থানে জেলার শহর বিওয়ান্দি।
ষষ্ঠ স্থানে নাম রয়েছে কলকাতার। তালিকায় নাম আছে মুম্বাইয়েরও। একক দেশ হিসেবে ধীরগতির শীর্ষ ২০ শহরের মধ্যে সবচেয়ে বেশি শহর আছে ভারতের। শীর্ষ ২০টির মধ্যে ভারতের ৮টি শহরের নাম আছে ধীরগতির তালিকায়।
ডিবিসি/ এইচএপি