রাজনীতি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ০৩:৩২:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অল্প দিনের ব্যবধানে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তৃতীয়বারের মতো করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। এরপর কেবিনে নেয়া হয় তাকে। গত কয়েকদিন ধরে মাঝে মধ্যেই সিসিইউতে নিতে হয়েছে খালেদা জিয়াকে।

স্বাস্থ্যের এমন পরিস্থিতির কারণে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় পরিবার। সরকারের অনুমতি পেলেই পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসা করাতে বিদেশে নিয়ে যাবেন খালেদা জিয়াকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, ‘খালেদা জিয়ার শ্বাসকষ্টের সমস্যার কারণে গতকাল প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে সিসিইউতে রাখা হয়েছিল।

এদিকে ৫২ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে আবেদনের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলছে তার পরিবার। আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমে জানান, বিএনপি নেত্রীর পরিবারের আবেদনের ব্যাপারে সপ্তাহের প্রথম কর্মদিবসে আগামীকাল রবিবার তিনি আইনগত মতামত দেবেন।


গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘খালেদা জিয়া শর্তযুক্তভাবে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে মুক্ত রয়েছেন। আইনের এই বিদ্যমান অবস্থানে সরকারের পক্ষে তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। আরও কয়েকজন মন্ত্রীও একই ধরনের মন্তব্য করেছিলেন।

 

এমন পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তাঁর ছোট ভাই শামীম ইসকান্দার। সেই আবেদনই এখন আইন মন্ত্রণালয়ে মতামতের অপেক্ষায় রয়েছে।

খালেদা জিয়ার পরিবারের একজন সদস্য গণমাধ্যমে জানান, আবেদনের ব্যাপারে তারা এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। সরকার ইতিবাচক সিদ্ধান্ত দেবে বলে তাঁরা আশা করছেন। আর সরকারের অনুমতি পেলে যাতে দ্রুত বিদেশে পাঠানো যায়, সে জন্য তারা জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর—এই চার দেশের হাসপাতালে খোঁজ নিচ্ছেন।


অপরদিকে বিএনপি নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার দাবিতে বিএনপি এখন রাজনৈতিক কর্মসূচিও নিচ্ছে। এই দাবির পাশাপাশি সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার ঢাকায় জাতীয়তাবাদী মহিলা দল একটি সমাবেশ করেছে। সেই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, তাদের নেত্রীর পরিবারের আবেদন বিবেচনায় নিয়ে সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেবে বলে তারা আশা করছেন।

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন