বাংলাদেশ, অপরাধ, রাজধানী

যে পর্যায়ের নেতাই হোক, ছাড় দেওয়া হবে না: এ্যানি প্রসঙ্গে হারুন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১১ই অক্টোবর ২০২৩ ১১:৪৬:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাজই অপরাধীকে আইনের আওতায় আনা। যে পর্যায়ের নেতাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।

আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হারুন অর রশীদ।

ডিবি প্রধান হারুন বলেন, আইন সবার জন্য সমান। সে রাজনৈতিক ব্যক্তিই হোক কিংবা অন্য যে কেউ। কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকে তাকে আইনের আওতায় আনা হবে।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লক্ষ্মীপুর থানায় এ্যানির বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট আছে। জেলা পুলিশের অনুরোধে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশকে আঘাতের মামলায়ও তিনি এফআরআইভুক্ত আসামি। এই দুই ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।  

এ্যানির বিরুদ্ধে ওয়ারেন্ট হলেও তিনি আদালতে হাজির হননি, জামিন নেননি। তিনি কোনো মামলাতেই আদালতে হাজির হননি। তাই ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান ডিবি প্রধান হারুন।  

ওয়ারেন্টের কথা এ্যানিকে থানা পুলিশ বারংবার জানিয়েছিল কিন্তু তিনি আদালতে হাজির হননি বলেও উল্লেখ করেন তিনি।  

এদিকে আটকের পর দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে ধানমন্ডি থেকে আটকের পর বুধবার (১১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে নেয় পুলিশ। বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন