জেলার সংবাদ, অপরাধ

৬ হাজার টাকার জন্য হত্যা করা হয় সয়নকে

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই অক্টোবর ২০২৩ ০৯:৩৩:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাত্র ৬ হাজার টাকা আদায়ের জন্য পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে স্থানীয় যুবক সামিউল ইসলাম সয়নকে তুলে নিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত এক আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার এমএম সিরাজুল হুদা।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মাসুদ রানা শুভকে (২২) আশুলিয়া থানা এলাকা থেকে র‌্যাব ৪ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার এমএম সিরাজুল হুদা জানান, চা খাওয়ার কথা বলে সয়নকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ঠাকুরগাঁওয়ের যুবক মুন্না ও মাসুদ রানা শুভ। পরে তাকে ঠাকুরগাঁও জেলার রুহিয়ার উদ্যেশে নিতে শুরু করে তারা। পথিমধ্যে আটোয়ারী উপজেলার কোনপাড়া এলাকায় পৌঁছালে তাদের মধ্যে মোটরসাইকেলেই বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সয়নের মাথায় আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয়। পরে গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার সয়নের মৃত্যু হয়।

মামলার প্রধান আসামি মুন্নাকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, বিশেষ গোয়েন্দা শাখার প্রধান মোক্তারুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডিবিসি/কেএমএল

আরও পড়ুন