খেলাধুলা, ক্রিকেট

বিশ্বকাপে শ্বশুরের রের্কডে ভাগ বসালেন জামাই

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২১শে অক্টোবর ২০২৩ ০৪:১৩:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া পাহাড়সম টার্গেট টপকাতে ২২ গজে ব্যাট করছে পাকিস্তান। এদিন আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্শের জোড়া সেঞ্চুরিতে ৩৬৭ রানের পাহাড়সম সংগ্রহ স্কোরবোর্ডে জমা করে। ওয়ার্নার ১৬৩ ও মিশেল মার্শ ১২১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এদিন প্রথম দিকে বল হাতে সুবিধা করতে না পারলেও শেষ দিকে দুর্দান্ত বোলিং করেছিলেন পাকিস্তানের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি। তিনি ১০ ওভারে ৫৪ রান দিয়ে তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার ৫ উইকেট। যেখানে রয়েছে দেড়শ ছাড়ানো ডেভিড ওয়ার্নারের উইকেটটি। আফ্রিদির কারণেই মূলত দুর্দান্ত শুরু করা অস্ট্রেলিয়ার ইনিংস ৪০০ রান করতে পারেনি। 

অজিদের বিপক্ষে ফাইফার নিয়ে শাহিন আফ্রিদি তার শ্বশুর শহীদ আফ্রিদির পাশে বসেছেন। আজকেরটি নিয়ে বিশ্বকাপে দু’বার পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েন শাহিন আফ্রিদি। এর আগে পাকিস্তানের হয়ে বিশ্বকাপে দু’বার পাঁচ উইকেট কৃতিত্ব আছে তার শ্বশুর লেগ স্পিন অলরাউন্ডার শহীদ আফ্রিদির। 

দুই আফ্রিদির রেকর্ড ভাগাভাগির ইনিংসে হয়েছে অনেকগুলো রেকর্ড। বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান দেয়ার লজ্জার রেকর্ডটি গড়েছেন ওসামা মীর। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ৮২ রান দেন। এর আগের রেকর্ডটি ছিল শাহিন আফ্রিদির। তিনি ২০১৯ বিশ্বকাপ অভিষেকে ১০ ওভারে দিয়েছিলেন ৭০ রান। 

এছাড়া বিশ্বকাপে পাকিস্তানি বোলার হিসেবে সর্বোচ্চ রান খাওয়ার রেকর্ড গড়েছেন হারিস রউফ ও উসামা মীর। হারিস ৮ ওভার করে দিয়েছেন ৮৩ রান। আর উসামা ৯ ওভার করে দিয়েছেন ৮২ রান। ২০১৯ বিশ্বকাপে হাসান আলী ৮৪ রান ও ওয়াহাব রিয়াজ দিয়েছিলেন ৮২ রান।                                                                                                         
এদিকে বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে ৫ বা এর বেশি উইকেট পাওয়ার ঘটনা আছে ৬৬টি। যার মধ্যে পাকিস্তানের বোলাররা দু’বার এই কীর্তি গড়েছেন। কাকতালীয়ভাবে যে রেকর্ডটি গড়েছেন জামাই ও শ্বশুর। 

বিশ্বকাপের এক ম্যাচে কোনো বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা আছে ৫৩টি। এর মধ্যে পাকিস্তানের বোলাররা ১০ বার নিয়েছেন ৫ উইকেট করে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি একই বিশ্বকাপে দুইবার ফাইফার পান। প্রথমবার ২০১১ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার হামবানটোটায় ৮ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট নেন। এরপর ৩ মার্চ কলম্বোয় কানাডার বিপক্ষে ১০ ওভার বল করে ২৩ রান দিয়ে নেন ৫ উইকেট।

অন্যদিকে শাহিন আফ্রিদি বিশ্বকাপে প্রথম ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন ২০১৯ সালে। লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ৯.১ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। আর আজ ২০২৩ বিশ্বকাপে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন।

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন