বাংলাদেশ, জাতীয়

আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেয়া প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে অক্টোবর ২০২৩ ০৮:২২:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এটা একটা মিস ইনফরমেশন। আপনাদের ভুল ধারণা। আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে কোনো আইন হচ্ছে না। সব প্রোপাগান্ডা।’

আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘ফৌজদারি কার্যবিধির আওতায় থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। আনসার ব্যাটালিয়নকে গ্রেপ্তার বা আটকের ক্ষমতা দিয়ে আইন করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি একটি প্রোপাগান্ডা।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের স্থায়ী কমিটিতে গেছে, স্থায়ী কমিটির সদস্যরা এটি পরীক্ষা-নিরীক্ষা করবেন। সেখানে কোনো শব্দ, বাক্য যদি এ ধরনের প্রশ্নের অবতারণা করে তবে সেগুলো কারেকশন হবে। এখানে প্রচলিত আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

গত ২৩ অক্টোবর অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা, পাশাপাশি  পাচ্ছে আনসার বাহিনীতে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩’ সংসদে উঠেছে।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপনের অনুমতি চাইলে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম আপত্তি জানান। ফখরুল ইমাম বলেন, পুলিশের সমান্তরাল ক্ষমতা আনসার বাহিনীকে দেয়া হলে দুটি বাহিনীর অবস্থান মুখোমুখি হয়ে যেতে পারে। তিনি বিলটি প্রত্যাহারের দাবি জানান।

একইদিনে দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে এক প্রশ্নে কামাল বলেন, আইন সঙ্গতভাবে আরও যদি ১০টি দল চায় আমরা ওই দিনই সমাবেশ করবো, আমরা বলবো নিয়মশৃঙ্খলা মেনে শান্তি রক্ষা করে যদি করতে পারো, তাহলে করবা। আইনশৃঙ্খলা মেনে চললে বিশৃঙ্খলা হবে না।

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন