খেলাধুলা, ক্রিকেট

ডিবিসি নিউজের লোগো ব্যবহার করে ভুয়া কার্ড প্রচার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২৮শে অক্টোবর ২০২৩ ০৪:২১:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

“তামিম কোনো খেলোয়াড়ের পর্যায়ে পড়ে না তার উচিৎ ইউটিউবিং করা বললেন আকাশ চোঁপড়া” শিরোনামে ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি ডিবিসি নিউজের দৃষ্টিগোচর হয়েছে। ডিবিসি নিউজ এ ধরনের কোনো কার্ড প্রকাশ করেনি। ভাইরাল হওয়া কার্ডটি ভুয়া। তাই ডিবিসি নিউজের দর্শক, পাঠক, কলাকুশলী, সবাইকে এ ধরনের বিভ্রান্তমূলক সংবাদ, কার্ড এড়িয়ে চলার অনুরোধ রইলো।

উল্লেখ্য, ডিবিসি নিউজ সংবাদের যথাযথ উৎস ও সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ডেস্কের প্রতিবেদক অথবা প্রতিনিধিদের মাধ্যমে নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করে থাকে। এ ধরনের বিভ্রান্তিমূলক কোনো সংবাদ কার্ড সম্মানিত দর্শক, পাঠকদের নজরে আসলে ডিবিসি নিউজের ভেরিফাইড পেজে (ডিবিসি নিউজ.টিভি) জানানোর অনুরোধ রইলো।

ডিবিসি/কেএমএল

আরও পড়ুন