খেলাধুলা, ক্রিকেট

মাহমুদউল্লাহকে নিয়ে আবারও স্ত্রী মিষ্টির স্ট্যাটাস

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২রা নভেম্বর ২০২৩ ০২:৫২:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যাট হাতে এবারের বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বকাপ দলে থাকা নিয়েই ছিল সংশয়। শেষ পর্যন্ত পারফরম্যান্স দ্বারাই দলে সুযোগ করে নেন তিনি।

দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহকে নিয়ে আবারও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) রিয়াদের ছেলে রাইদের একটি ভিডিও প্রকাশ করেন মিষ্টি। বিশ্বকাপ শুরুর পর ভিডিওবার্তায় বাবাকে অনুপ্রেরণার বার্তা দিয়েছিলেন রাইদ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। বাবার প্রতি ছেলের ভালোবাসাই তুলে ধরেন মিষ্টি।

সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে মিষ্টি লেখেন, এভাবেই রাইদ তার বাবাকে অনুপ্রাণিত করেছিল। টিম মিটিংয়ে এটা অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সে এই বিশ্বকাপকে স্পেশাল করে তুলতে পেরেছে। 

ভিডিওতে বাবার উদ্দশ্যে রাইদ বলেন, ‘আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা, তুমি আমার গল্পের নায়ক।’

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদউল্লাহর দুর্দান্ত শতকের দিনেও স্ট্যাটাস দিয়েছিলেন মিষ্টি। সেদিন অভিজ্ঞ এই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন