রাজধানী

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানি জামিনে মুক্ত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৫ই নভেম্বর ২০২৩ ০৭:১৮:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পেয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) রাত ৮টায় তিনি মুক্তি পান। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে করা সূত্র জানিয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিনুল ইসলাম মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানি (২৮), নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

কারা সূত্র জানায়, রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছাসহ তেজগাঁও ও মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সব মামলার জামিনের কাগজ যাচাই বাছাই শেষে শনিবার রাত ৮টায় তাকে মুক্তি দেয়া হয়।


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন