বাংলাদেশ, রাজনীতি

বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি স্থগিত

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই নভেম্বর ২০২৩ ০২:৫৪:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’- এ দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সরকারের নিপীড়নের প্রতিবাদে বিপ্লব ও সংহতি দিবসের যে কর্মসূচি, তা পালন করা হবে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত কর্মসূচিও স্থগিত করা হয়েছে।’

রিজভী বলেন, ‘বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য সরকার বিএনপি অফিসে তালা লাগিয়েছে। বিএনপি মহাসচিবসহ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করেছে। অনেক নেতা বাসায় থাকতে পারছেন না। তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, তারা ঘরছাড়া হয়েছেন। খালেদা জিয়াকে সাজা দিয়ে কারান্তরীণ রাখা হয়েছে। এ অবস্থায় তারা প্রতিবাদ হিসেবে এবারের বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন না।’

প্রসঙ্গত, ৭ নভেম্বর বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে। প্রতিবছর এই দিবসে সকালে বিএনপির নেতাকর্মীরা শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে থাকেন।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন