সম্প্রতি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে সুর বিকৃতি নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এক যোগে শুরু হয়েছে প্রতিবাদ। গত রবিবার পর্যন্ত ছবির নির্মাতা বা এ আর রহমানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে এই গানের স্বত্ব নিয়েই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করা হয়েছে। বিতর্ক তৈরি হওয়ার পরে কবি পরিবারের মধ্যে থেকে দাবি উঠেছে, যে চুক্তি অনুযায়ী গানটি সিনেমায় ব্যবহার করা হয়েছে, তা প্রকাশ করা হোক।
সোমবার বিকেলে এই বিতর্ককে মাথায় রেখে বিবৃতি দিয়েছেন ‘পিপ্পা’ ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। সামাজিক মাধ্যমে এই প্রসঙ্গে একটি পোস্ট করে তারা। কাজী নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে বলে নির্মাতারা জানান। তারা এটাও জানান যে, দেশের প্রতি তাঁদের অনুভূতি, স্বাধীনতার জন্য লড়াই, শান্তি ও বিচারের কথা মাথায় রেখেই এই অ্যালবাম তৈরি করা হয়েছে।
এদিকে নজরুল ইসলামের পরিবার অভিযোগ করেছে, তাদের কাছ থেকে গান ব্যবহারের অনুমতি নেয়া হলেও যেভাবে সুর বদল করা হয়েছে, সেই অনুমতি তারা দেননি। সম্ভব হলে গানটি তারা ওই সিনেমা থেকে বাদ দিয়ে দেয়ারও দাবি করেছেন।
প্রযোজকদের তরফে একটি স্বাক্ষরবিহীন বিবৃতি পৌঁছেছে সংবাদ মাধ্যমের কাছে। যেখানে তারা লিখেছে যে তারা গানটিকে যেভাবে ব্যাখ্যা করেছে তা যদি ভাবাবেগে আঘাত দিয়ে থাকে অথবা অনিচ্ছাকৃত পীড়া দিয়ে থাকে, তাহলে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।