বিবিধ, লাইফস্টাইল, স্বাস্থ্য

কঠিন রোগের ইঙ্গিত দেয় পায়ের নখের রং বদলে যাওয়া

লাইফস্টাইল ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই নভেম্বর ২০২৩ ০৭:৫০:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নখের রং বদলে যাওয়া স্বাভাবিক কোনো বিষয় নয়, হোক তা হাত বা পায়ের নখ। নোংরা জমে যদিও নখের রং সামান্য বদলে যেতে পারে, তবে নখে কালো, হলুদ, সবুজ, ধূসর কিংবা রেখাযুক্ত দাগ দেখা দিলে সতর্ক হতে হবে সবারই।

বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, শারীরিক বিভিন্ন রোগের লক্ষণ ফুটে ওঠে নখে। আর এ কারণেই নখের রং বদলে সাদা, হলুদ, লাল বা কালোতে পরিবর্তন হতে পারে।

 

এছাড়া নখের আকারে পরিবর্তন যেমন- ঢেউ খেলানো বা ছোট ছোট ছিদ্রের মতো কিংবা নখের সামনের অংশ গোলাকার হওয়া ইত্যাদি লক্ষণ হতে পারে লিভার, ফুসফুস ও হার্টের সমস্যার ইঙ্গিত।

 

বেশি সাদা নয়, তবে ফ্যাকাশে ধরনের নখ লিউকোনিচিয়ার কারণে হতে পারে। এটি বিভিন্ন কারণে হতে পারে যেমন- ট্রমা, অ্যানিমিয়া, পুষ্টির ঘাটতি, হার্ট বা কিডনি রোগ, এমনকি বিষক্রিয়ার কারণেও নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে।

 

গ্রিন-নেল সিন্ড্রোমের (ক্লোরোনিচিয়া) কারণে নখের রং সবুজ হতে শুরু করে। ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেই এমনটি ঘটে। যারা খালি পায়ে বা পানিতে বেশি কাজ করেন তাদের নখে এ সমস্যা বেশি দেখা দেয়। এই সমস্যা দেখলে দ্রুত ডাক্তার দেখান।

 

নখে কালো দাগ বা রেখা দেখা দেওয়াকে মেলানোনিচিয়া বলা হয়। এটি রঙ্গক মেলানিনের কারণে হয়। ত্বকের ক্যানসার, সংক্রমণ বা আঘাতসহ বিভিন্ন কারণে নখে এমন দাগ দেখা দিতে পারে।যদিও নখে বিভিন্ন রোগের লক্ষণ ফুটে ওঠে, তবে সবার ক্ষেত্রেই যে শারীরিক সমস্যা নখে ফুটে উঠবে তা কিন্তু নয়।

 

যদি নখগুলো বেশি সাদা হয়ে যায় সেক্ষেত্রে এটি লিভারের রোগ নির্দেশ করে যেমন- হেপাটাইটিস। তাই নখ যদি অতিরিক্ত সাদা হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আপনার পায়ের নখে যদি সাদা হয়ে যায় বা বড় দাগ দেখা যায় তাহলে তা হতে পারে ছত্রাক সংক্রমণের কারণ। একে সাদা সুপারফিশিয়াল অনাইকোমাইকোসিস বলা হয়। এক্ষেত্রে নখ রুক্ষ ও চূর্ণবিচূর্ণ হয়ে যেতে পারে। এই সংক্রমণ পায়ের নখ জুড়ে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে।

 

ছত্রাক সংক্রমণের কারণে নখ হলদেটে হয়ে যায়। সংক্রমণ গুরুতর হলে নখ ভঙ্গুর হয়। এছাড়া হলদে নখ গুরুতর থাইরয়েডের সমস্যা, ফুসফুসের রোগ, ডায়াবেটিস বা সোরিয়াসিসেরও ইঙ্গিত দিতে পারে।

 

নখে হালকা নীলচে আভা শরীরে অক্সিজেনের ঘাটতির ইঙ্গিত দেয়। এটি ফুসফুসের সমস্যা নির্দেশ করতে পারে যেমন- এমফিসেমা। আবার কারও কারও ক্ষেত্রে হার্টের সমস্যা হলেও নখ নীলচে হয়ে যেতে পারে।নখে নীলরঙা কোনো স্পট দেখলে এখনই সতর্ক হয়ে যান। কারণ এটি সাধারণ কোনো চিহ্ন নয় বরং ক্যানসারের লক্ষণ। নখের নীচে সেলুলার ব্লু নেভাস নামক এক ধরনের নীল আঁচিল ক্যানসারে পরিণত হতে পারে।

 

তবে বিশেষজ্ঞদের মতে, নখের যে কোনো অস্বাভাবিকতা শারীরিক বিভিন্ন জটিলতার ইঙ্গিত দেয়। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে শারীরিক বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করা জরুরি।

আরও পড়ুন