খেলাধুলা, ক্রিকেট

টেস্টে নতুন মুখ শাহাদাত দিপু

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে নভেম্বর ২০২৩ ০৫:০৯:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের ১২৮তম টেস্টেই শততম টেস্ট ক্রিকেটার পেয়ে গিয়েছিল টাইগাররা। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ১৩৯তম টেস্টে এসে ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো শাহাদাত হোসেন দিপুর। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১ম টেস্টে জাতীয় দলে যুক্ত হলেন তিনি। দেশের অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকের কাছ থেকে বিশেষ টেস্ট ক্যাপ বুঝে নেন এই তরুণ।

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা দলে মিডল অর্ডারে খেলতেন দিপু। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পুরষ্কারটা মিলছে এখন। সাদা পোশাকে অভিষেক হলো দিপুর। 

অবশ্য এমন অভিষেক আকস্মিক না। জাতীয় দলে আসার আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে পোক্ত করেছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বড় রান করেছেন মিডল অর্ডারের এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে দিপু রান করেছেন প্রায় ৩৭ গড়ে। খেলেছেন সর্বোচ্চ ১৫৯ রানের ইনিংস। নির্বাচক আর ক্রিকেট সংশ্লিষ্টদের বক্তব্য, বড় ইনিংস খেলার সামর্থ্য আছে এই ব্যাটারের। ৪০ ইনিংসে করেছে ১ হাজার ৩শ এর বেশি রান।

লোকাল কোচদের অনেকেই দিপুর ব্যাটিং টেকনিকও নিয়ে আশাবাদী। এমনকি তার ব্যাটিং দেখে মুগ্ধতা ঝরেছিল লিটন দাসের মাঝেও। গতবছর বিসিএলে সেঞ্চুরি করার পর দিপুকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন লিটন। সেই লিটনের জায়গাতেই এবার খেলতে হচ্ছে দিপুকে। সাদা বলে বিশ্বকাপ জিতে আসা দিপু লাল বলে কেমন করেন, সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন