জামালপুরে পুলিশের পিকাআপ ভ্যানে দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের ধাক্কায় আহসানুল হক (৩৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফুল হক (৪৩) নামে পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রবিবার (৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জামালপুর পৌরসভার শেখেরভিটা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান।
নিহত আহসানুল হক নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজানগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত আরিফুল হক টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। হতাহত দুজন জামালপুর সদর থানার পুলিশ কনস্টেবল ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ লোকাল ট্রেন জামালপুর শেখের ভিটা রেলক্রসিংয়ে পুলিশর পিকআপ ভ্যানটিতে সজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যানটির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আহসানুল হককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে আরেক কনস্টেবল আরিফুল হককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। তারা ডিউটিতে ছিলেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ডিবিসি/ এইচএপি