বাংলাদেশ, রাজধানী

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে আগুন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই ডিসেম্বর ২০২৩ ০২:৩২:৫৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দু’টি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। তবে সর্বশেষ রাত সোয়া আটটার খবর অনুযায়ী যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট দু’টি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে রাস্তায় যানজটের কারণে এখনও পৌঁছাতে পারেনি। আগুনের কারণ ও হতাহত সম্পর্কে তাই প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেননি রোজিনা আক্তার।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন