বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুর-৩ আসনে আ.লীগ প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব, ইসির সিদ্ধান্ত পেন্ডিং

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই ডিসেম্বর ২০২৩ ০৪:৪৪:৫১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিলের শুনানির সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে। পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইসি।

এই আসনের স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ আপিলটি করেন। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী শামিম হক জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ফরিদপুরের সিনিয়র নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমান।

এর আগে গত শুক্রবার ৮ ডিস্মেরব এ কে আজাদের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ‘দ্বৈত নাগরিকত্ব’ অভিযোগ ‍তুলে আপিল আবেদনটি করেন।

সেখানে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক। স্বতন্ত্র প্রার্থী একে আজাদের মনোনয়ন বাছাইয়ের সময় তথ্য উপাত্তসহ লিখিত অভিযোগ করা সত্ত্বেও রিটার্নিং অফিসার শামীম হকের মনোনয়নপত্র বাতিল না করে বৈধ ঘোষণা করেন। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আজ আপিল দায়ের করা হয়েছে।

গোলাম কিবরিয়া বলেন, ‘শামীম হকের নেদারল্যান্ডসের আগের পাসপোর্ট নম্বর BESHC8751, জন্ম তারিখ ২১ অক্টোবর ১৯৬০। বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার জন্য সম্প্রতি তিনি ফরিদপুর পাসপোর্ট কার্যালয়ে দরখাস্ত করেছেন। সেই দরখাস্তের ২৫ নম্বর কলামে দ্বৈত নাগরিকত্বের ঘরে তিনি টিক মার্ক দিয়েছে।’

“২৬ নম্বর কলামে অন্য দেশের নাগরিক থাকলে সেই দেশের নামের জায়গায় নেদারল্যান্ডস উল্লেখ আছে। ২৭ নম্বর কলামে তার নেদারল্যান্ডসের বর্তমান পাসপোর্ট নম্বর BY60F0J74 উল্লেখ করা আছে। শামীম হক একজন বিদেশি নাগরিক হওয়ায় তিনি সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারে না, তিনি প্রার্থী হিসেবে অযোগ্য।”

জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক বলেন, ‘আমার প্রয়োজনীয় কাগজপত্র কমিশনে জমা দেওয়া হয়েছে, আশা করছি ন্যায় বিচার পাব।’

ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, দ্বৈত নাগরিকত্ব বিষয়ে উভয় পক্ষ থেকে কাগজ-পত্র উপস্থাপন করা হয়েছে। এসব কাগজ সঠিক কি না- তা যাচাইয়ে নির্বাচন কমিশন সময় নিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য-উপাত্ত যাচাই করে আগামী ১৫ ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে ইসি।‘

 এ ব্যাপরে প্রার্থী শামীম হক নৌকার মনোনয়নপত্র বৈধতার জন্য নেদারল্যান্ডসসহ বিভিন্ন অ্যাম্বাসির অফিসে তদবির করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন