জাতীয়

দেশে এসেছে সৌদি প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে ডিসেম্বর ২০২৩ ০১:২৮:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রবাসীদের ক্ষতিপূরণ হিসেবে ৩ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছে সৌদি আরবের রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে এই অর্থ পাঠানো হয়। দেশে এসেছে সৌদি প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন ডলার

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সৌদির আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় কার্যক্রম জোরদার করেছে।

মৃত বাংলাদেশিদের সব রকম দাবি ও প্রাপ্য সুবিধা আদায় আরও দ্রুত করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায় করা ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবসে আদায় করা এই অর্থ দেশে পাঠিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আর্নার্স কল্যাণ বোর্ডের ‘Death Compensation Fund’-এ পাঠানো হয়েছে।

আরও পড়ুন