রাজধানী

রাজধানীতে বাসচাপায় হেলপার নিহত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে ডিসেম্বর ২০২৩ ০২:০৩:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় বাসচাপায় শান্ত (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শান্ত হানিফ সুপার বাসের হেলপার হিসেবে কাজ করতেন। তার বাড়ি নরসিংদী জেলায়।

শান্তর সহকর্মী সুমন মিয়া জানান, দুপুরের দিকে টার্মিনালের ভেতরে থেমে থাকা হানিফ পরিবহনের একটি বাস মেরামত করছিলেন শান্ত। এ সময় সেন্টমার্টিন দ্বীপ নামের একটি বাস পেছনের দিকে এলে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন